বিশ্বের এক নম্বর তারকা নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে এক মাসের ব্যবধানে দুবার হারিয়েছেন সদ্যই র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০-এ ঢোকা ১৯ বছর বয়সী হানস নিয়েমান। ২০২১ সালের জানুয়ারিতে ২৪৮৪ রেটিংধারী যুক্তরাষ্ট্রের নিয়েমান এ মাসের শুরুতে কার্লসেনকে হারিয়ে ২৭০০ রেটিংয়ের মাইলফলক ছুঁয়েছেন। দাবার দুনিয়ায়…